দক্ষিনদিনাজপুর

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সচেতনতা বার্তা প্রচার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের আরও প্রচার চালাতে বুধবার বালুরঘাট বাসস্ট্যান্ডের সামনে বিভিন্ন যানবাহন ও মোটর বাইকের সামনে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগালো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করার মতো সতেনতা মূলক বার্তার প্রচার করা হয়। এদিন এই সচেতনতা প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও.সি সঞ্জয় মুখোপাধ্যায়, অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ বালুরঘাটের ট্রাফিকরা।

  এবিষয়ে ও.সি সঞ্জয় মুখোপাধ্যায় জানান, এদিন মোটর সাইকেল চালানোর সময় মোবাইল ফোন যাতে ব্যবহার না করে, তার কথা বলা হয়েছে। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই আইন ভঙ্গ করে তাহলে নির্দিষ্ট জরিমানা নেওয়া হবে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/QB_5NdcG6iQ